বিএনএ, ববি: পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে আগামীকাল রোববার (৩০এপ্রিল) বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) দাপ্তরিক কার্যক্রম শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের হলগুলোও খুলে দেওয়া হবে আগামীকাল সকাল ৯টায়।
অফিস রোববার চালু হলেও ক্লাস-পরীক্ষা শুরু হবে আগামী মঙ্গলবার (২রা মে) থেকে। ঐদিন থেকেই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পুরোদমে চলবে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সহযোগী অধ্যাপক সুপ্রভাত হালদার ও বঙ্গবন্ধু হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক আরিফ হোসেন বাংলাদেশ নিউজ এজেন্সিকে এই তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ৯এপ্রিল থেকে পবিত্র ঈদুল ফিতরের ছুটি শুরু হয়।
বিএনএ, রবিউল ইসলাম, ওজি
Total Viewed and Shared : 184