24 C
আবহাওয়া
২:০৪ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » রোহিঙ্গা ক্যাম্পে আগুন : ১২ ঘর পুড়ে ছাই  

রোহিঙ্গা ক্যাম্পে আগুন : ১২ ঘর পুড়ে ছাই  


বিএনএ, কক্সবাজার : কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগেছে। এতে রোহিঙ্গাদের ১০/১২টি বসতঘর ও দুটি এনজিও সংস্থার লার্নিং সেন্টার পুড়ে গেছে। শুক্রবার (২৮ এপ্রিল) রাত সাড়ে দশটার দিকে আগুন লাগে।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি) ছৈয়দ হারুন অর রশীদ জানান, শুক্রবার রাত সাড়ে ১০টায় উখিয়া উপজেলার লম্বাশিয়া ২ ইস্ট ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আগুন মুহূর্তে আশপাশের বসতঘরে ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবরে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের দুই ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ করে। রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকলকর্মীরা।

কীভাবে আগুনের সূত্রপাত হয় তা নিশ্চিত করতে পারেননি তিনি।

বিএনএনিউজ/শাহিন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ