18 C
আবহাওয়া
১:৩৪ অপরাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস


বিএনএ, বিশ্বডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে নতুন একটি ঘূর্ণিঝড়। এটি প্রবল শক্তিতে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে আঘাত হানতে পারে। শুক্রবার (২৯ এপ্রিল) ভারতের আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে এ খবর জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মে মাসের মাঝামাঝি বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড়। যা পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে। আগামী ৫ মের পর বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি নিম্নচাপ, যা প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। প্রবল শক্তি নিয়ে সেই ঝড় আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ উপকূলে।

আবহাওবিদরা জানান, নিম্নচাপ, সুস্পষ্ট নিম্নচাপ, গভীর নিম্নচাপ হয়ে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। তবে গোটাটাই নির্ভর করছে ঘূর্ণাবর্ত সৃষ্টির পর আবহমণ্ডলের উচ্চস্তরে বাতাসের গতি ও তার অভিমুখের ওপর।

ঘূর্ণিঝড়টির পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে গাঙ্গেয় বদ্বীপে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তেমনটা হলে উপকূলবর্তী জেলাগুলোর ব্যাপক ক্ষতি হতে পারে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ