23 C
আবহাওয়া
৮:১৯ অপরাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » বাজারে আসছে করোনার ওষুধ

বাজারে আসছে করোনার ওষুধ

দেশে ২৪ ঘন্টায় ১৬ জনের মৃত্যু

বিএনএ ডেস্ক : চলতি বছরের শেষের দিকে করোনার চিকিৎসায় ‘অ্যান্টি-ভাইরাল’ ওষুধ আনছে যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজার। ফাইজার আশা করছে , মুখে গ্রহণ করার এ ওষুধটি করোনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ।

সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলবার্ট বোরলা জানান, যদি ক্লিনিক্যাল ট্রায়াল ঠিকমতো হয় এবং ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) অনুমোদন দেয় তবে বছরের শেষের দিকে যুক্তরাষ্ট্রজুড়ে ওষুধটি পৌঁছে দেওয়া সম্ভব হবে।

বিশেষজ্ঞরা বলছেন, ওষুধটি করোনাভাইরাস প্রতিরোধে গেম চেঞ্জার হতে পারে। এ ওষুধ করোনাকে বিস্তৃত হতে দেবে না। আক্রান্ত হওয়ার পর প্রাথমিক পর্যায়ের রোগীদের এ ওষুধ হাসপাতালে যাওয়া থেকে বিরত রাখবে।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ