৫ আগস্টের মতো টেকনিক ব্যবহার করে আগামী জাতীয় নির্বাচনে তরুণদের বড় একটি অংশ বিজয়ী হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
২৬ শে মার্চ বুধবার সন্ধ্যায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জুলাই আন্দোলনে আহত ও শহিদ পরিবারের সদস্যদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আগামীর ব্যালট রেভুলেশনে তরুণদের জয় হবে। আমরা পার্লামেন্টে যাবই যাব। তরুণদের চোখ এখন পার্লামেন্টের দিকে। এই পার্লামেন্টে যাওয়ার পথে কোনো পক্ষ, গোষ্ঠী বা দল যদি বাধা সৃষ্টি করে তরুণরা তাদের নিজের রক্ত দিয়ে হলেও সেই পার্লামেন্টের পথে অগ্রসর হবে।
আওয়ামী লীগ সকল রাজনৈতিক দলের শত্রু উল্লেখ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল করতে হবে। ২৪ পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করবে এটা হতে পারে না। এনসিপি তা মেনে নিবে না। আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনা ও ফ্যাসীবাদের দোসরদের বিচার নিশ্চিত করার পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
অনুষ্ঠানে গত ৭ মাসে কার পকেটে কত টাকা ঢুকেছে তার হিসাবও দাবি করেন এনসিপির এই মূখ্য সমন্বয়ক।##