21 C
আবহাওয়া
৯:১০ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » শাকিবের জন্মদিনে মার্কিন অভিনেত্রীর শুভেচ্ছা

শাকিবের জন্মদিনে মার্কিন অভিনেত্রীর শুভেচ্ছা

শাকিব

বিনোদন ডেস্ক: দেশ সেরা নায়ক শাকিব খান ৪৫ বছরে পা রেখেছেন। গতকাল (বৃহস্পতিবার) বিশেষ এই দিনে তার অসংখ্য ভক্ত শুভেচ্ছা জানিয়েছেন। বিশেষ এই দিনটিতে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। ‘রাজকুমার’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন মার্কিন এই নায়িকা।

যুক্তরাষ্ট্রে নায়কের সঙ্গে শুটিংসেটে তোলা একটি ছবি ফেসবুকে প্রকাশ করে তিনি লিখেছেন, শুভ জন্মদিন আমার রাজকুমার, সহ-অভিনেতা শাকিব খান। এটা আমাদের প্রচণ্ড ঠান্ডায় শুটিংসেটে তোলা একটি ছবি।

শাকিব ভক্তরাও কফির সেই পোস্টের কমেন্ট বক্সে মন্তব্য করে প্রিয় তারকাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। একইসঙ্গে দুজনকে পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন, জানিয়েছেন অনেকে।

হিমেল আশরাফ পরিচালিত ‘রাজকুমার’ সিনেমাটি পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত। এতে শাকিব খানের নায়িকা হিসেবে অভিনয় করছেন কোর্টনি কফি।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ