33 C
আবহাওয়া
৮:৪১ অপরাহ্ণ - এপ্রিল ২৬, ২০২৪
Bnanews24.com
Home » সনজীদা খাতুনকে পদ্মশ্রী পুরস্কার হস্তান্তর 

সনজীদা খাতুনকে পদ্মশ্রী পুরস্কার হস্তান্তর 

সনজীদা খাতুনকে পদ্মশ্রী পুরস্কার হস্তান্তর 

বিএনএ ডেস্ক, ঢাকা: বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব সনজীদা খাতুনের হাতে ভারতের রাষ্ট্রীয় সম্মাননা ‘পদ্মশ্রী’ তুলে দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ মার্চ) ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী সনজীদা খাতুনের বাসায় গিয়ে তার হাতে এ সম্মাননা তুলে দেন।

শিল্পকলায় অবদানের জন্য ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের পক্ষ থেকে সনজীদা খাতুনের হাতে সম্মাননা তুলে দেন বিক্রম দোরাইস্বামী। ২০২১ সালের নভেম্বরে স্বাস্থ্যগত কারণে ভারতে অনুষ্ঠিত পদ্মশ্রী প্রদান অনুষ্ঠানে অংশ নিতে পারেননি সনজীদা খাতুন।

সনজীদা খাতুনকে পদ্মশ্রী পুরস্কার হস্তান্তর 
সনজীদা খাতুনকে পদ্মশ্রী পুরস্কার হস্তান্তর
সনজীদা খাতুনকে পদ্মশ্রী পুরস্কার হস্তান্তর 
সনজীদা খাতুনকে পদ্মশ্রী পুরস্কার হস্তান্তর

সনজীদা খাতুন একাধারে সংগীতজ্ঞ, লেখক, গবেষক, সংগঠক ও শিক্ষক। তিনি দেশের শীর্ষস্থানীয় সংগীত শিক্ষা ও সাংস্কৃতিক চর্চার প্রতিষ্ঠান ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং বর্তমানে প্রতিষ্ঠানটির সভাপতির দায়িত্বে রয়েছেন। তিনি জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদেরও প্রতিষ্ঠাতা সদস্য। ভিন্নধর্মী শিশু শিক্ষা প্রতিষ্ঠান নালন্দা তার হাতেই গড়ে উঠেছে।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ