33 C
আবহাওয়া
৯:৫৪ অপরাহ্ণ - মে ৪, ২০২৪
Bnanews24.com
Home » বিষ ঢুকিয়ে দেওয়ার ভয়, খেতে বারণ করলেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী!

বিষ ঢুকিয়ে দেওয়ার ভয়, খেতে বারণ করলেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী!

বিষ ঢুকিয়ে দেওয়ার ভয়, খেতে বারণ করলেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী!

বিএনএ ডেস্ক : মঙ্গলবার ইস্তানবুলে আলোচনায় বসেছেন রাশিয়া ইউক্রেনের প্রতিনিধিরা। এ আলোচনায় ইউক্রেনের প্রতিনিধিদের কোনো কিছু খাওয়া বা পান করা থেকে বিরত থাকার অনুরোধ করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা।এমনকি কোনো কিছু ছোঁয়া থেকেও বিরত থাকার অনুরোধ জানিয়েছেন দিমিত্রো কুলেবা।

রাশিয়ার গোয়েন্দারা রাসায়নিক অস্ত্রের মাধ্যমে বা খাবারের মাধ্যমে প্রতিনিধিদের শরীরে বিষ ঢুকিয়ে দিতে পারে এমন আশঙ্কা থেকে এ অনুরোধ করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী।

সোমবার মার্কিন গণমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল জানায়, কিয়েভে এ মাসের শুরুতে আলোচনা করার পর রাশিয়ান ধনকুবের রোমান আব্রামোভিচ ও ইউক্রেনের দুইজন প্রতিনিধির শরীরে বিষক্রিয়া দেখা দেয়।

তবে যুক্তরাষ্ট্রে একজন কর্মকর্তা জানান, আব্রামোভিচের শরীরে বিষ প্রয়োগ করা হয়নি। এটি মূলত পরিবেশগত কারণে হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ