নিউজিল্যান্ডে চলমান আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২২( icc women’s cricket world cup 2022) এর গ্রুপপর্বের খেলা শেষে আগামীকাল বুধবার(৩০মার্চ) শুরু হচ্ছে সেমিফাইনাল খেলা।
প্রথমদিন অপরাজিত অস্ট্রেলিয়া মোকাবেলা করবে ওয়েস্টইন্ডিজের।
দ্বিতীয় সেমিফাইনালে (৩১মার্চ) মুখোমুখি হবে সাউথ আফ্রিকা ও ইংল্যান্ড।

সেমিফাইনালে জয়ীদল ২টি আগামী ৩এপ্রিল ক্রিস্টচার্চে ফাইনালে বিশ্বকাপে গোল্ডকাপের জন্য চূড়ান্ত লড়াই করবে।

বিএনএনিউজ২৪,জিএন