বিএনএ, নাটোর : পিকনিকের বাসের পিছনের সিটে বসে সিগারেট খাচ্ছিলেন কয়েক বন্ধু। একপর্যায় হাতের সিগারেটের আগুন গিয়ে পড়ে সাউন্ড বক্সের ব্যাটারির ওপর। তাৎক্ষণিক আগুন ধরে যায়। আগুন ছড়িয়ে পড়ে বাসে। সকল শিক্ষার্থী নেমে পড়ায় কেউ আহত হয়নি।
সোমবার রাত সাড়ে আটটায় নাটোরের বড়াইগ্রাম উপজেলার তরমুজ তেলপাম্পের সামনে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
দমকল গুরুদাসপুরের স্টেশন কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে রাজুক ক্যাডেট একাডেমি নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী নিয়ে দুটি বাস রিজার্ভ করে নাটোরের লালপুরের গ্রীণ ভ্যালি পার্কে পিকনিকে আসে। ফেরার পথে তরমুজ পাম্প এলাকায় হঠাৎ একটি বাসে আগুন লেগে যায়। দ্রুত চালক বাসটি সড়ক থেকে পাম্পে প্রবেশ করালে সকল যাত্রী নিরাপদে নেমে যায়। পরে খবর পেয়ে দমকল বাহিনী এসে আগুন নেভায়।
বাসে থাকা একাধিক শিক্ষার্থী জানায়, বন্ধুরা সিগারেট খেতে গিয়ে অসাবধানতাবশত ব্যাটারির ওপর আগুন ফেললে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে সবাই নিরাপদে নামতে পেরেছি।
বিএনএনিউজ/ এইচ.এম।