26 C
আবহাওয়া
৯:৩৪ অপরাহ্ণ - মে ৬, ২০২৫
Bnanews24.com
Home » ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল ভারত

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল ভারত

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল ভারত

বিএনএ, ক্রীড়াডেস্ক:শ্বাসরুদ্ধকর শেষ ওয়ানডেতে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ভারত। শ্বাসরুদ্ধকর শিরোপা নির্ধারণীর লড়াইয়ে ইংলিশদের বিপক্ষে ৭ রানের জয় পায় বিরাট কোহলির দলটি।

রোববার পুনেতে টসে হেরে আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার রহিত শর্মা এবং শিখর ধাওয়ানের শত রানের জুটিতে সব উইকেট হারিয়ে ৩২৯ রান সংগ্রহ করে টিম ইন্ডিয়া। দলের পক্ষে অর্ধশতক করে রান সংগ্রহ করেন রিশাভ পান্ত এবং হার্দিক পান্ডিয়া।

জয়ের লক্ষ্যে ৩৩০ রান তাড়া করতে নেমে স্কোরবোর্ডে ১০০ পেরোনোর আগেই ৪ উইকেট হারায় ইংল্যান্ড। একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যাওয়া দাউয়িদ মালান ফিফটি হাঁকিয়েই ফেরেন সাজঘরে। ভালো শুরু করেও ইনিংস বড় করতে ব্যর্থ বাটলার-লিয়ামরা। তবে শেষ পর্যন্ত লড়ে যান স্যাম কুরান। ৮৩ বলে ৯৫ রানের অপরাজিত ইনিংস খেলেন এই অলরাউন্ডার। তবে হাতে একটা উইকেট থাকলেও নির্ধারিত ৫০ ওভারে ৩২২ রানে থামে সফরকারীরা।

জরুরি সময়ে দারুন এক ইনিংস খেলায় ম্যাচসেরাও হয়েছেন কারান। ভারতের পক্ষে ৪টি উইকেট শিকার করেন শারদুল ঠাকুর, ৩টি উইকেট নেন ভুবনেশ্বর কুমার এবং একটি উইকেট নেন থাঙ্গারাসু নটরজন।ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন উড । দুটি পেয়েছেন আদিল রশিদ।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড: ৫০ ওভারে ৩২২/৯ (রয় ১৪, বেয়ারস্টো ১, স্টোকস ৩৫, মালান ৫০, বাটলার ১৫, লিভিংস্টোন ৩৬, মইন ২৯, কারান ৯৫*, রশিদ ১৯, উড ১৪, টপলি ১*; ভুবনেশ্বর ১০-০-৪২-৩, নাটরাজন ১০-০-৭৩-১, প্রসিধ ৭-০-৬২-০, শার্দুল ১০-০-৬৭-৪, হার্দিক ৯-০-৪৮-০, ক্রুনাল ৪-০-২৯-০)।

ভারত: ৪৮.২ ওভারে ৩২৯ (রোহিত ৩৭, ধাওয়ান ৬৭, কোহলি ৭, পান্ত ৭৮, রাহুল ৭, হার্দিক ৬৪, ক্রুনাল ২৫, শার্দুল ৩০, ভুবনেশ্বর ৩, প্রসিধ ০, নাটরাজন ০*; কারান ৫-০-৪৩-১, টপলি ৯.২-০-৬৬-১, উড ৭-১-৩৪-৩, স্টোকস ৭-০-৪৫-১, রশিদ ১০-০-৮১-২, মইন ৭-০-৩৯-১, লিভিংস্টোন ৩-০-২০-১)।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ