31 C
আবহাওয়া
১:৩৬ পূর্বাহ্ণ - এপ্রিল ২৮, ২০২৪
Bnanews24.com
Home » স্থায়ীভাবে ফুটপাত দখলমুক্ত করার দাবি

স্থায়ীভাবে ফুটপাত দখলমুক্ত করার দাবি

স্থায়ীভাবে ফুটপাত দখলমুক্ত করার দাবি

বিএনএ, চট্টগ্রাম: স্থায়ীভাবে ফুটপাত দখলমুক্ত রাখার দাবিতে সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রামের সম্মিলিত ব্যবসায়ী পরিষদ। বুধবার (২৮ ফেব্রুয়ারি) চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে এ  সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক মো. ছালামত আলী বলেন, হকাররা সরকারকে কোনো ভ্যাট–ট্যাক্স দেয় না। মানুষের চলাচলের রাস্তা দখল করে ব্যবসা করেন। ফলে নগরীতে যানজট লেগেই থাকে। হকারের কারণে নগরীর মোবাইল চুরি, চাঁদাবাজি, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বেড়েছিল। এখন হকারদের উচ্ছেদ করায় এসব অপরাধ হ্রাস পেয়েছে।

তিনি বলেন, অতীতে ফুটপাত দখলদারদের জহুর হকার মার্কেট, সিডিএ হকার মার্কেট, ছিন্নমূল মার্কেট, রিয়াজ উদ্দিন বাজার, মিউনিসিপ্যাল মডেল হাইস্কুলের সামনে নালা হকার মার্কেটসহ বিভিন্ন জায়গায় পুনর্বাসন করা হয়েছিল। কিন্তু এতে তাদের অবৈধ দখলদারিত্ব আরও কয়েকগুণ বেড়েছে। তারা এখন অনেকেই কোটিপতি।

তিনি আরও বলেন, আমরা ফুটপাত দখলমুক্ত রাখার দাবিতে চট্টগ্রামের সকল মার্কেটের দোকানদার আগামী ৪ মার্চ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধ–দিবস দোকান বন্ধ রেখে মানববন্ধন কর্মসূচি পালন করব। এরপরও যদি স্থায়ীভাবে ফুটপাত দখল মুক্ত না হয় তাহলে ব্যবসায়ীরা লাগাতার কর্মসূচি দেবে।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতির চট্টগ্রাম জেলার সভাপতি সালেহ আহমেদ সুলেমান, সাধারণ সম্পাদক সৈয়দ খুরশিদ আলম, চট্টগ্রামের সম্মিলিত ব্যবসায়ী পরিষদের সদস্য সচিব আহমদ কবির দুলাল, তামাকুণ্ডি লেইন বণিক সমিতির সভাপতি সরোয়ার কামাল, বিপণী বিতান মার্চেন্ট ওয়েলফেয়ার কমিটির সভাপতি মোহাম্মদ সাগীর, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম, চট্টগ্রাম বৈদ্যুতিক সরঞ্জাম গ্রুপের সভাপতি ইলিয়াস খান আইয়ুব, রিয়াজ উদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম, তামাকুমণ্ডি লেইন মোবাইল সমিতির সভাপতি আরিফুর রহমান, চিটাগাং মেট্রোপলিটন শপ ওনার্স এসোসিয়েশনের কার্যকরী সভাপতি মনছুর আলম চৌধুরী, রিয়াজউদ্দিন বাজার আড়তদার কল্যাণ সমিতির সভাপতি ফারুক শিবলী প্রমুখ।

বিএনএনিউজ/ বাবর মুনাফ

Loading


শিরোনাম বিএনএ