বিএনএ, আনোয়ারা (চট্টগ্রাম) : চট্টগ্রামের আনোয়ারায় “বিজ্ঞান ভিত্তিক মহিষ পালন ও খামার ব্যবস্থাপনা” শীর্ষক তিন দিন ব্যাপী খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) উপজেলা প্রাণিসম্পদ হল রুমে তিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচীর আনুষ্ঠানিক সমাপ্তি হয় ।
তিন দিন ব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট এর বাস্তবায়নাধীন মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্প। গত ২৭ জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ কর্মশালা তিন দিন অনুষ্ঠিত হয়। উপজেলার তিন শতাধিক মহিষ পালনকারী খামারীর মধ্য থেকে নির্বাচিত ৫০ জন খামারী এই কর্মশালায় অংশ গ্রহণ করেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. একে এম হুমায়ুন কবির। এই তিন দিন ব্যাপী প্রশিক্ষণের সমন্বয়ক ছিলেন মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের বৈজ্ঞানিক কর্মকর্তা ডাক্তার নুরে আলম। উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সমঞ্জন বড়ুয়ার সভাপতিত্বে কর্মশলার উদ্বোধন করেন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মোহাম্মদ আশাদুল ইসলাম।
বিএনএ/ এনামুল হক নাবিদ, ওজি/এইচমুন্নী