17 C
আবহাওয়া
৮:৫০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » প্রবীণদের জন্য ডে-কেয়ার সেন্টার স্থাপনের উদ্যেগ

প্রবীণদের জন্য ডে-কেয়ার সেন্টার স্থাপনের উদ্যেগ

সমাজকল্যাণ মন্ত্রণালয়

ঢাকা: ঢাকাসহ বিভিন্ন বড় শহরে দেশের নানা প্রান্ত থেকে আসা রোগী ও তাদের এটেনডেন্টদের স্বল্প খরচে থাকার জন্য ডরমিটরি স্থাপন ও  সারা দেশে প্রবীণদের জন্য ডে-কেয়ার সেন্টার স্থাপনে প্রকল্প নেয়ার জন্য নির্দেশ দিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি।

সে সাথে তিনি, দেশের জেলা পর্যায়ের হাসপাতালে যেগুলোতে ডায়ালাইসিস সুবিধা নেই সেগুলোতে ডায়ালাইসিসি সুবিধা প্রদানে সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে প্রকল্প নেয়া হবে বলে জানিয়েছেন।

রবিবার(২৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের সভাকক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় চলমান ৩৩টি প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে এসব নির্দেশনা দেন।

মন্ত্রী বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদের কিভাবে আরো বেশি সেবা দেয়া যায় সে বিষয়ে আলোকপাত করতে গিয়ে বলেন মন্ত্রী এ নির্দেশনা দেন।

তিনি বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রকল্পে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না। প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে জনকল্যাণমুখী কাজকে প্রাধান্য দিতে হবে। প্রকল্পের একটি টাকাও অপচয় করা যাবে না।

বিএনএ,এসজিএন/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ