33 C
আবহাওয়া
১:৫৪ অপরাহ্ণ - সেপ্টেম্বর ২৫, ২০২৩
Bnanews24.com
Home » টেকনাফে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

টেকনাফে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন


বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফে জমি নিয়ে বিরোধে আপন দুই ভাইয়ের মধ্যে মারামারি হয়েছে। এতে ছোট ভাই মোঃ হোসেন নিহত এবং আরেক ভাই দেলোয়ার হোসেনসহ আরও দুইজন গুরুতর আহত হয়।

শনিবার (২৮ জানুয়ারি) সাবরাং ইউপির শাহপরীরদ্বীপ ৮নং ওয়ার্ড উত্তর পাড়া এলাকায় দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন সাবরাং ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল করিম।

তিনি জানান, পারিবারিক বিরোধ নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও দুইজন আহত হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় চিকিৎসক কক্সবাজারে প্রেরণ করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আব্দুল হালিম জানান, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ভাইদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বিএনএনিউজ/এইচ এম ফরিদুল আলম শাহীন/ এইচ.এম।

 

Total Viewed and Shared : 146 


শিরোনাম বিএনএ