26 C
আবহাওয়া
৫:৫৯ পূর্বাহ্ণ - এপ্রিল ১৬, ২০২৫
Bnanews24.com
Home » বিশ্বে করোনায় মৃত্যু বেড়েছে

বিশ্বে করোনায় মৃত্যু বেড়েছে

বিশ্বে করোনায় মৃত্যু বেড়েছে

বিএনএ বিশ্ব ডেস্ক: মহামারি করোনার নতুন ধরণ ওমিক্রনের প্রভাবে বিশ্বজুড়ে প্রতিদিন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। এই ধারাবহিকতায় গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে ভাইরাসটিতে ১০ হাজার ২৬৬ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৬ লাখ ৬৭ হাজার ৩৬৯ জনে।

একই সময়ে আক্রান্ত হয়েছেন ৩৩ লাখ ৯৯ হাজার ৪০৯ জন। ফলে বিশ্বে আক্রান্তের সংখ্যা ৩৭ কোটি ১ লাখ ৮০ হাজার ৫৭৭ জনে দাঁড়িয়েছে।

শনিবার (২৯ জানুয়ারি) করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, গত একদিনে সময়ে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২২ লাখ ৪৫ হাজার ৩৪৮ জন। এর ফলে বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা ব্যক্তির মোট সংখ্যা ২৯ কোটি ২৩ লাখ ১০ হাজার ৬০৪ জনে পৌঁছেছে ।

বর্তমানে বিশ্বে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৭ কোটি ২২ লাখ ২ হাজার ৬০৪ জন। এই রোগীদের মধ্যে ৭ কোটি ২১ লাখ ৭ হাজার ৪৬৭ জন করোনার ‍মৃদু উপসর্গ বহন করছেন।  গুরুতর অসুস্থ আছেন ৯৫ হাজার ১৩৭ জন।

ওয়ার্ল্ডোমিটারের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে সবার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে নতুন করে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৫ লাখ ১৩ হাজার ৮৩৩ জন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ২ হাজার ৬৮৩ জন মারা গেছেন।

এছাড়া, এই দিন বিশ্বের আরও যেসব দেশে সংক্রমণ-মৃত্যুর উচ্চহার লক্ষ্য করা গেছে। দেশগুলো হলো- রাশিয়ায় মৃত্যু ৬৭৩,আক্রান্ত ৯৮ হাজার ৪০। ইতালিতে মৃত্যু ৩৭৮, নতুন আক্রান্ত ১ লাখ ৪৩ হাজার ৮৯৮। ফ্রান্সে আক্রান্ত ৩ লাখ ৫৩ হাজার ৫০৩, মৃত্যু ২৬৩। জার্মানিতে  আক্রান্ত ১ লাখ ৮৯ হাজার ৪৬৪, মৃত্যু ১৭৯। স্পেনে মৃত্যু ১৯৯, নতুন আক্রান্ত ১ লাখ ১৮ হাজার ৯২২।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে নতুন আক্রান্ত ২ লাখ ৫৭ হাজার ২৩৯, মৃত্যু ৭৭৯। দক্ষিণ এশিয়ার দেশ ভারতে নতুন আক্রান্ত ২ লাখ ৩২ হাজার ১৪২। মৃত্যু হয়েছে ৮৬২ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুও ঘটেছিল সেখানে। এরপর বিশ্বের বিভিন্ন দেশে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ে ভাইরাসটি। পরিস্থিতি সামাল দিতে ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। পরিস্থিতির উন্নতি না হওয়ায় ওই বছরের ১১ মার্চ করোনাকে মহামারি হিসেবে ঘোষণা করে ডব্লিউএইচও।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
ঢাকা ও ইসলামাবাদ পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক বৃহস্পতিবার ময়মনসিংহে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু মিয়ানমার থেকে ফিরলেন ২০ বাংলাদেশি নাগরিক, স্বজনদের জিম্মায় আনুষ্ঠানিক হস্তান্তর বোয়িং থেকে উড়োজাহাজ কেনা বন্ধের নির্দেশ চীনের আমি শিষ্টাচারবহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না: হাসনাত কর্ণফুলীর আ.লীগ নেতা মো.আলীকে হত্যা মামলায় ঘোড়া মালেককে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ডিপ্লোমা কোটা বাতিলের দাবিতে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ পটিয়ায় নিখোঁজের দুইদিন পর কৃষকের মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে চলছে ঐতিহ্যবাহী বউ মেলা চট্টগ্রামে গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ৩, মোটরসাইকেল জব্দ