বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের আসকার দীঘির পূর্বপাড়ে মসজিদ সংলগ্ন বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ জানুয়ারি) পৌনে ৭টার দিকে মসজিদ সংলগ্ন বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস। স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ক্ষতিগ্রস্তদের দাবি কেউ ষড়যন্ত্র করে আগুন লাগিয়ে দিয়েছে।
তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে বলছেন ফায়ার সার্ভিস।
এর আগে ২০১৮ সালেও আসকার দীঘির পাড় এলাকায় আগুন লেগে অনেক ফার্নিচারের দোকান পুড়ে গিয়েছিল।
বিএনএনিউজ/এইচ.এম।