বিএনএ,ক্রীড়া ডেস্ক: সাউথ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ৭ উইকেটের বিশাল জয় পেয়েছে স্বাগতিক পাকিস্তান।শুক্রবার(২৯ জানুয়ারি)করাচিতে স্বাগতিকদের স্পিনারদের দুর্দান্ত বোলিংয়ে সফরকারীরা তাদের দ্বিতীয় ইনিংসে ২২০ রানে অলআউট হয়।করাচি টেস্টে প্রোটিয়াদের বিপক্ষে জয় পেয়েছে পাকিস্তান।
প্রথম ইনিংস শেষে ১৫৮ রানের লিডে থাকে স্বাগতিক পাকিস্তান।দ্বিতীয় ইনিংসে সাউথ আফ্রিকা ২৪৫ রান করে অলআউট হয়।যার কারণে পাকিস্তানের সামনে জয়ের জন্য টার্গেট দাঁড়ায় ৮৭ রান।সেই লিড স্পর্শ করতেও পাকিস্তানের তিন উইকেট খোয়াতে হয়েছে।
ছোট টার্গেট তারা করতে নেমে দুই ওপেনার ইমরান বাটকে ১২ রানে আর আবিদ আলীকে ১০ রানে ফিরিয়ে দেন এনকি নর্টজ।আর ব্যাক্তিগত ৩০ রানে মহারাজের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরে যান বাবর আজম।এরপর পাকিস্তানের সাবেক অধিনায়ক আজাহার আলীর অপরাজিত ৩১ রানের সুবাদে ৭ উইকেটের দুর্দান্ত জয় পায় পাকিস্তান।আর ম্যাচের প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ফাওয়াদ আলম অপরাজিত ৪ বলে চার রান করেন।
সকালে আগের দিনের ২৯ রানের লিড নিয়ে ব্যাট হাতে মাঠে নেমেই পাকিস্তানি বোলারদের ঘুর্ণির মুখে পড়ে কুইন্টন ডি কক ও কেশভ মহারাজ। নুমান আলী ও ইয়াসির শাহের ঘূর্ণির কাছে চতুর্থ দিনের প্রথম সেশনেই ২৪৫ রানে থেমে যায় প্রেটিয়াদের ইনিংস। ফলে টেস্ট জয়ের জন্য ৮৭ রানের টার্গেট পায় পাকিস্তান। আর মাত্র তিন উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।
বিএনএনিউজ/আরকেসি