বিএনএ মানিকগঞ্জ: ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে প্রায় পৌনে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়েছে।
তীব্র কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে বুধবার সকাল ৬টার দিকে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে ঘাট কর্তৃপক্ষ। পরে কুয়াশার ঘনত্ব কমে এলে বেলা পৌনে ১১টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
এ দিকে ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া-পাটুরিয়ার দুই প্রান্তে পারের অপেক্ষায় থাকা যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। তীব্র শীতে দুর্ভোগে পড়েন আটকে থাকা যানবাহনের যাত্রী ও চালকরা। কুয়াশার কারণে এ দিন মাঝ পদ্মায় তিনটি ফেরি আটকে পড়ে।
বুধবার সকাল ১০টার দিকে দৌলতদিয়া ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, দৌলতদিয়া প্রান্তে ঢাকা-খুলনা মহাসড়কের ক্যানাল ঘাট পর্যন্ত এক কিলোমিটার দীর্ঘ সারিতে অপেক্ষা করছে যানবাহন। এ সময় অনেককে জীবনের ঝুঁকি নিয়ে ইঞ্জিনচালিত ট্রলারে উঠে নদী পাড়ি দিতেও দেখা গেছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহ উদ্দিন বলেন, মঙ্গলবার দিবাগত রাতে পদ্মা নদী এলাকায় ঘন কুয়াশা পড়তে শুরু করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। এ কারণে এ নৌরুটে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। দুর্ঘটনা এড়াতে বুধবার সকাল ৬টার দিকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার ঘনত্ব কমে এলে পৌনে ১১টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
বিএনএনিউজ২৪/ এমএইচ