31 C
আবহাওয়া
৩:৫৯ অপরাহ্ণ - মার্চ ২৮, ২০২৪
Bnanews24.com
Home » মানবতাবিরোধী অপরাধ : লালমনিরহাটের ৪ জনের বিরুদ্ধে প্রতিবেদন

মানবতাবিরোধী অপরাধ : লালমনিরহাটের ৪ জনের বিরুদ্ধে প্রতিবেদন

মানবতাবিরোধী- ট্রাইব্যুনাল

বিএনএ,ঢাকা : মানবতাবিরোধী অপরাধের অভিযোগে লালমনিরহাটের চারজনের বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেন তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক সানাউল হক। এ মামলায় চার আসামিই পলাতক।

আসামি চারজন হলেন- মো. এনামুল হক ওরফে মৌলভী বাহেজ উদ্দিন, মো. জালাল উদ্দিন, নুরুল হক ও মো. আজাহার আলী। তারা সবাই জামায়াতে ইসলামীর সমর্থক। এই চারজনের বিরুদ্ধে লালমনিরহাটের হাতীবান্ধায় ১৯৭১ সালে চারটি ঘটনায় মুক্তিযুদ্ধের পক্ষের নিরীহ নিরস্ত্র ১২ জন সাধারণ মানুষকে হত্যা, আটক, নির্যাতন ও ৩০টি বাড়ি-ঘর লুণ্ঠনসহ অগ্নিসংযোগে ধ্বংসের অভিযোগ আনা হয়েছে।

বিএনএনিউজ২৪.কম/শহীদুল/এনএএম

Loading


শিরোনাম বিএনএ