বিএনএ, ঢাকা : রাজধানীর শেরে বাংলানগর এলাকায় সড়ক দুর্ঘটনায় হুমায়ুন কবির (৩৫) নামে এক মেট্রোরেলের কর্মী নিহত হয়েছে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।সোমবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শেরে বাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) সাব্বির আলম জানান, সন্ধ্যায় লেক রোডে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন ওই ব্যক্তি।খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের সঙ্গে থাকা একটি মোবাইল থেকে তার নাম জানা গেছে।
তিনি আরও বলেন, আশপাশের মানুষ গাড়িটি সম্পর্কে সঠিকভাবে বলতে পারেনি। অনেকেই বলছে সেটি একটি প্রাইভেটকার ছিল। আমরা ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে গাড়িটি শনাক্ত করার চেষ্টা করছি। পাশাপাশি নিহতের বিস্তারিত পরিচয় জানারও চেষ্টা করা হচ্ছে।
বিএনএনিউজ/এইচ.এম।