20 C
আবহাওয়া
৮:২৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » সীতাকুণ্ড পৌরসভা: নৌকার বদিউল আলম মেয়র নির্বাচিত

সীতাকুণ্ড পৌরসভা: নৌকার বদিউল আলম মেয়র নির্বাচিত

নৌকার বদিউল আলম মেয়র নির্বাচিত

বিএনএ,চট্টগ্রাম: সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বদিউল আলম।

সোমবার (২৮ ডিসেম্বর) রাতে সহকারী রিটার্নিং অফিসার বুলবুল আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদিউল আলম নৌকা প্রতীকে ১০ হাজার ৮২৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিটকতম প্রতিদ্বন্দ্বি বিএনপির ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৭২ ভোট। এছাড়া মোবাইল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

মেয়র ছাড়া কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে আনোয়ার হোসেন, ২ নম্বর ওয়ার্ডে মো. বদিউল আলম, ৩ নম্বর ওয়ার্ডে একেএম শামসুল আলম, ৪ নম্বর ওয়ার্ডে হারাধান চৌধুরী, ৫ নম্বর ওয়ার্ডে মো. শফিউল আলম, ৬ নম্বর ওয়ার্ডে মো. দিদারুল আলম, ৭ নম্বর ওয়ার্ডে মো. ফজলী এলাহী, ৮ নম্বর ওয়ার্ডে মো. মফিজুর রহমান এবং ৯ নম্বর ওয়ার্ডে জুলফিকার আলী মাসুদ নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডে আনোয়ারা বেগম, সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডে কামরুন নাহার এবং সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডে খালেদা আক্তার নির্বাচিত হয়েছেন।

উল্লেখ, সীতাকুণ্ড পৌরসভায় সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে টানা ভোটগ্রহণ। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ১৭টি কেন্দ্রের ৯৮টি বুথে ভোটগ্রহণ করা হয়।

নির্বাচনে মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ৬৩ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নয়টি ওয়ার্ডে মোট ভোটার ৩৪ হাজার ৮১৩ জন। এর মধ্যে পুরুষ ১৭ হাজার ৮২৭ জন ও মহিলা ভোটার ১৬ হাজার ৯৮৬ জন।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব ৩০ নভেম্বরের মধ্যেই জমা দিতে হবে সহ:প্র.শিক্ষকের ৯৫৭২ পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল : সোমবার হাজির হচ্ছেন সাবেক ১০ মন্ত্রীসহ ১৪ জন ব্রিটিশ হাইকমিশনার সকাশে বিএনপির প্রতিনিধি দল আয়কর রিটার্ন দাখিলের সময় বেড়েছে জবাবদিহিমূলক ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে--ভূমি উপদেষ্টা প্রয়োজনের চেয়ে একদিনও বেশি থাকতে চায় না অন্তর্বতী সরকার- উপদেষ্টা ফরিদা পাবর্ত্যবাসীকে মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে হবে-উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আলুর কেজি ৪০০ টাকা! সপ্তাহে চারদিন ২৪ ঘণ্টা খোলা থাকবে চট্টগ্রাম বিমানবন্দর