বিএনএ, স্পোর্টস ডেস্ক : ২০ বারের গ্র্যান্ড স্লাম বিজয়ী রজার ফেদেরার খেলা হচ্ছে না অস্ট্রেলিয়ান ওপেনে। দীর্ঘ দীর্ঘ ২২ বছরের পেশাদার ক্যারিয়ারে এই প্রথমবার তাকে টুর্নামেন্টের বাহিরে থাকতে হচ্ছে। পুরাপুরি সুস্থ না হওয়ায় গ্র্যান্ড স্লাম থেকে নাম প্রত্যাহার করেছেন এ সুইস তারকা।
আগামী বছর অস্ট্রেলিয়ান ওপেন তিন সপ্তাহ পিছিয়ে ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। মেলবোর্নের দর্শকদের কাছে দারুণ জনপ্রিয় ফেদেরার। ২০০০ সালে অভিষেক হবার পর এই প্রথম খেলতে পারছেন না ছয়বারের চ্যাম্পিয়ন ফেদেরার। দুই দফা হাঁটুর অস্ত্রোপচার থেকে এখনো নিজেকে পুরোপুরি সুস্থ করে তুলতে পারেননি এই সুইস তারকা। সে কারণেই বছরের প্রথম এই গ্র্যান্ড স্লাম থেকে নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নেন তিনি।
টুর্নামেন্ট প্রধান ক্রেইগ টিলে বলেছেন, ‘শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ান ওপেনে খেলার জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত মনে করছেন না ফেদেরার। ২০২১’এ মেলবোর্নে আসতে না পারায় সে দরুন হতাশ। তার দ্রুত সুস্থতার জন্য আমরা শুভ কামনা জানাচ্ছি। আশা করছি ২০২২ মেলবোর্নে আমরা তাকে পুনরায় কোর্টে দেখতে পাবো।’
বিএনএনিউজ/এইচ.এম।