33 C
আবহাওয়া
৭:৪৬ অপরাহ্ণ - এপ্রিল ২৬, ২০২৪
Bnanews24.com
Home » লাইফ জ্যাকেট থেকে বের হলো ২২ স্বর্ণের বার

লাইফ জ্যাকেট থেকে বের হলো ২২ স্বর্ণের বার

শাহ আমানতে কোটি টাকার স্বর্ণসহ আটক ১

বিএনএ, ঢাকা : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লাইফ জ্যাকেটের বাক্স থেকে ২২টি স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। সোমবার (২৮ ডিসেম্বর) সকাল সোয়া ৭টায় দুবাই থেকে আসা ফ্লাইট (বিজি-৪৮) তল্লাশি করে এর একটি সিটের নিচে রাখা লাইফ জ্যাকেটের বাক্সের ভেতর থেকে স্বর্ণবারগুলো জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচচালক মবিনুল কবির বলেন, স্বর্ণ চোরাচালানের তথ্যে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি বাড়ানো হয়। এক পর্যায়ে সোমবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট অবতরণ করলে তা তল্লাশি করা হয়। এ সময় বিমানের সিটের নিচে থাকা লাইফ জ্যাকেটের বাক্সের ভেতরে অভিনব কায়দায় লুকানো ২২টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ২ কেজি ৫৫২ গ্রাম। আনুমানিক মূল্য এক কোটি ৯১ লাখ ৪০ হাজার টাকা। জব্দ স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।

 

বিএনএনিউজ/এসকেকে/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ