31 C
আবহাওয়া
১২:১৮ পূর্বাহ্ণ - এপ্রিল ২৮, ২০২৪
Bnanews24.com
Home » ডেঙ্গুতে মৃতের সংখ্যা ১৬০০ ছাড়াল

ডেঙ্গুতে মৃতের সংখ্যা ১৬০০ ছাড়াল

ডেঙ্গু

বিএনএ ডেস্ক : সোমবার (২৭ নভেম্বর) পর্যন্ত সারা দেশে  ডেঙ্গুতে মৃতের সংখ্যা ১৬০০ ছাড়িয়ে গেছে। গত ১৫ নভেম্বর এ সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছিল। তারপর ১২ দিনে আরো একশ মানুষের প্রাণ কেড়ে নিল ডেঙ্গু। বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক বছরে এত মৃত্যু এর আগে কখনো হয়নি।

ডেঙ্গুতে যত মানুষ মারা গেছেন, তাদের মধ্যে ঢাকায় ৯৩০ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় মৃত্যু হয়েছে ৬৭৬ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সোমবার সকাল পর্যন্ত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯২০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাতে হাসপাতালে রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৯ হাজার ৮৭ জন। তাদের মধ্যে ২ লাখ ১ হাজার ৭৮৯ জনই ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে এসেছে।

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গু সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২০২২ সালে ২৮১ জন, ২০২১ সালে ১০৫ জন, ২০২০ সালে সাতজন ও ২০১৯ সালে ১৭৯ জনের মৃত্যু হয়।

বিএনএ/রেহানা

 

Loading


শিরোনাম বিএনএ