26 C
আবহাওয়া
২:৩৭ অপরাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » ধামরাইয়ে সড়কে প্রাণ গেল ব্রাককর্মীর

ধামরাইয়ে সড়কে প্রাণ গেল ব্রাককর্মীর

বাঁশখালীতে অটোরিক্সার ধাক্কায় আহত ব্যক্তির মৃত্যু

বিএনএ, সাভার : ঢাকার ধামরাইয়ে অজ্ঞাত বাস চাপায় জানে আলম (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সোমভাগ ইউনিয়নের ঢাকা-আরিচা মহাসড়কের কালামপুর বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জানে আলম ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামের মকবুলের ছেলে। সে ধামরাইয়ে ব্র্যাকের মাঠকর্মী হিসেবে কর্মরত ছিল।

পুলিশ জানায়, সন্ধ্যায় ধামরাইয়ে কর্মস্থল থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ঢাকাগামী একটি অজ্ঞাত যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গোলড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) মাসুদ খান বলেন, সন্ধায় সড়ক দুর্ঘটনায় ওই যুবকের মৃত্যু হয়। তবে এ ঘটনায় ঘাতক পরিবহন পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে পরিবারের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিএনএনিউজ/ইমরান খান/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ