29 C
আবহাওয়া
৫:৪০ পূর্বাহ্ণ - মে ৪, ২০২৪
Bnanews24.com
Home » বরখাস্ত মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে মানহানির মামলা

বরখাস্ত মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে মানহানির মামলা

বরখাস্ত মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে মানহানির মামলা

বিএনএ গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে একশ কোটি টাকার মানহানির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। রোববার (২৮ নভেম্বর) গাজীপুরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করা হয়।

মামলার বাদি আন্তর্জাতিক ভাষা আন্দোলন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান (শাহ সুলতান আতিক)। তিনি গাজীপুর মহানগরের বাসন থানার নলজানী এলাকার মৃত আব্দুল আউয়ালের ছেলে।

বাদী তার আবেদনে অভিযোগ করেন, অভিযুক্ত একজন মেয়র হয়েও আইনের প্রতি শ্রদ্ধাশীল নয়। চলতি বছরের ১৩ সেপ্টেম্বর বিকেলে তার বাসায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতার ইতিহাস নিয়ে কটূক্তি করেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়। তার বক্তব্যে সমগ্র বাংলাদেশ ও বাঙালি জাতির সুনাম ক্ষুণ্ন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। মামলায় তার একশ কোটি টাকার মানহানি হয়েছে বলে উল্লেখ করা হয়।

বাদি পক্ষের আইনজীবী নূরনবী সরদার জানান, এ বিষয়ে আগামি ৩০ জানুয়ারির মধ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) গাছা থানা পুলিশকে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দিয়েছে আদালত।

এরআগে একই অভিযোগে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাজবাড়ী, মাদারীপুর ও পঞ্চগড়ে মামলা দায়ের করা হয়।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ