15 C
আবহাওয়া
১০:৫৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৭, ২০২৫
Bnanews24.com
Home » পরাণ রহমানকে বেগম রোকেয়া পদক ২০২১ প্রদানের সিদ্ধান্ত

পরাণ রহমানকে বেগম রোকেয়া পদক ২০২১ প্রদানের সিদ্ধান্ত

পরাণ রহমানকে বেগম রোকেয়া পদক ২০২১ প্রদানের সিদ্ধান্ত

বিএনএ ডেস্ক: নারীর আর্থ-সামাজিক উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার শামসুন্নাহার রহমান পরাণকে মরণোত্তর বেগম রোকেয়া পদক ২০২১ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। গত ২৩ নভেম্বর   মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ সায়েদুল ইসলাম এক পত্রের মাধ্যমে ঘাসফুল এর নির্বাহী সদস্য পারভীন মাহমুদ এফসিএ বরাবরে সরকারের এ সিদ্ধান্তের কথা জানান।

পরাণ রহমান ১৯৪০ সালে ০১ জুন জন্মগ্রহণ করেন।  ২০১৫ সালের  ১৮ ফেব্রয়ারী  মারা যান।  তিনি ১৯৭২ সালে উন্নয়ন সংস্থা ঘাসফুল প্রতিষ্ঠা করেন।

পত্রে উল্লেখ করা হয়, আগামী  ৯ ডিসেম্বর ২০২১ তারিখে সকাল ৯:৩০টায় ঢাকা ওসমানি স্মৃতি মিলনায়তনে  প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থেকে এই পদক প্রদান করবেন। মরহুমা পরাণ রহমানের পরিবারের পক্ষ থেকে তাঁর জৈষ্ঠ্যকন্যা পারভীন মাহমুদ এফসিএ এই পদক গ্রহণ করবেন। ঘাসফুল পরিবার সরকারের এই সিদ্ধান্তের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ