বিএনএ, ঢাকা : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজন মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ২৮০ জন মারা গেছেন। সোমবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক হাজার ১৯৭ জন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ৫৮ হাজার ১০৮জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি সপ্তাহে ডেঙ্গুতে নয় জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে দুই হাজার ২৪৫ জন।
বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী