19 C
আবহাওয়া
২:০৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » বিনামূল্যে স্বাস্থ্য সেবা দিলেন লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়মন্ড সিটি

বিনামূল্যে স্বাস্থ্য সেবা দিলেন লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়মন্ড সিটি


বিএনএ, চট্টগ্রাম: আলহাজ্ব গোলাম রহমান ফাউন্ডেশন এর উদ্যোগে অক্টোবর সেবা মাস উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়মন্ড সিটি সবুজ মহল, মধ্যম রামপুর, হালিশহর চট্টগ্রামে শনিবার( ২৮ অক্টোবর) সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য সেবা কার্যক্রম পরিচালনা করে।

বিনামূল্যে স্বাস্থ্য সেবা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এতে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি-৪ এর জেলা গর্ভনর লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী পিএমজেএফ।

এতে বিশেষ অতিথি  ছিলেন লায়ন কোহিনুর কামাল এমজেএফ ১ম ভাইস জেলা গভর্ণর, লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ বাংলাদেশ,
লায়ন আবু বক্কর সিদ্দীকী পিএমজেএফ কেবিনেট সেক্রেটারী, জেলা ৩১৫-বি৪ বাংলাদেশ,
লায়ন ইমতিয়াজ ইসলাম এমজেএফ কেবিনেট ট্রেজারার, জেলা ৩১৫-বি৪ বাংলাদেশ,

লায়ন জাহাঙ্গীর মিয়া এমজেএফ জিএমটি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর জেলা ৩১৫-বি৪ বাংলাদেশ।

স্বাগত বক্তব্য রাখেন লায়ন চৌধুরী শামীম মোস্তফা এমজেএফ RC-HQ, লায়ন এএইচএম ইলিয়াছ করীম RC-HQ,
লায়ন বেলাল উদ্দীন চৌধুরী RC, নাঈম হাসান, পরিচালক- আলহাজ্ব গোলাম রহমান ফাউন্ডেশন।

সভাপতিত্ব করেন লায়ন মোহাম্মদ আবিদুর রহমান পিএমজেএফ, চেয়ারম্যান, আলহাজ্ব গোলাম রহমান ফাউন্ডেশন ও ডিস্ট্রিক্ট চেয়ারপারসন, ক্লাব প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটি।

অনুষ্ঠান সঞ্চালনা করেন  লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়মন্ড সিটির ক্লাব সেক্রেটারি এডভোকেট আলাউদ্দীন ।

প্রধান অতিথি লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি-৪ এর জেলা গর্ভনর লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী পিএমজেএফ বলেন, লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়মন্ড সিটি মানবিক সেবার অন্যতম সেবা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার পর থেকে আর্তমানবতার কাজ করে যাচ্ছে নিরবে। বিশেষ করে এ বছর অক্টোবর সেবা মাসে বিভিন্ন এতিমখানায় খাদ্য ও নগদ অর্থ প্রদান করে দৃষ্ঠান্ত স্থাপন করেছে।

সেবা কার্যক্রমে মেডিসিন বিশেষজ্ঞের সেবা নেন ২৩৭ জন, শিশু বিশেষজ্ঞের সেবা নেন ১৬০ জন,গাইনী বিশেষজ্ঞের সেবা নেন ১৯৬ জন, চক্ষু বিশেষজ্ঞের সেবা নেন ১৭৯ জন, ৬০জন রোগীকে বিনামূল্য চশমা প্রদান করা হয়।

দন্ত বিশেষজ্ঞ এর নিকট সেবা নেন ৭০জন, ৩০ জন শিশুর দাঁত ফেলানো হয়। এ ছাড়া শতাধিক ব্যক্তির ডায়াবেটিক পরীক্ষা করানো হয়।

বিএনএ/ ওজি,জিএন

Loading


শিরোনাম বিএনএ