26 C
আবহাওয়া
৭:২১ অপরাহ্ণ - জুলাই ৯, ২০২৫
Bnanews24.com
Home » যৌন হয়রানি অভিযোগে শাবিপ্রবির ৭ শিক্ষার্থী বহিষ্কার

যৌন হয়রানি অভিযোগে শাবিপ্রবির ৭ শিক্ষার্থী বহিষ্কার

যৌন হয়রানি অভিযোগে শাবিপ্রবির ৭ শিক্ষার্থী বহিষ্কার

বিএনএ, ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২ শিক্ষার্থীকে যৌন হয়রানির ঘটনায় জড়িত ৭ জন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (২৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হচ্ছেন- লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমন দাস, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সৈয়দ মুস্তাকিম সাকিব, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সাইন্স বিভাগের শিক্ষার্থী মো. ইমাম হোসেন ইমরান, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সাইন্স বিভাগের শিক্ষার্থী মো. রিফাত হোসেন ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সাইন্স বিভাগের শিক্ষার্থী মো. বিশাল আলীকে এক বছর করে বহিষ্কার করা হয়েছে। একইসাথে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সাইন্স বিভাগের শিক্ষার্থী মো. আরিফুল ইসলাম ও মো. জায়েদ ইকবাল তানিনকে দুই বছর করে বহিষ্কার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আজকে আমাদের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ও বাইরে দুটি পৃথক ঘটনায় (যৌন হয়রানি) লোকপ্রশাসন বিভাগের মাস্টার্সের ১ শিক্ষার্থীকে এক বছরের জন্য ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সাইন্স বিভাগের ৫ জন শিক্ষার্থীর মধ্যে ২ জনকে দুই বছরের জন্য এবং ৩ জনকে এক বছরের জন্য একাডেমিক ও আবাসিক হল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার আদেশ জারি থাকা কালীন তারা ক্যাম্পাসে ও হলে প্রবেশ করতে পারবে না।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ৭ ঘণ্টার মধ্যে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার জনগণ পাশে না থাকলে দিল্লি পালাতে হয়, লন্ডনে থাকতে হয়! চট্টগ্রামের হালিশহরে নালায় পড়ে তিন বছরের শিশুর মৃত্যু এসএসসি পরীক্ষার ফলাফল হস্তান্তরে থাকছে না আনুষ্ঠানিকতা শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ফের ৭ দিনের রিমান্ডে ভারী বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা,২৪ ঘণ্টায় ১৫৩ মিলিমিটার বৃষ্টি কক্সবাজারে আরসা প্রধান জুনুনির ৩ দিনের রিমান্ড মঞ্জুর মুহুরী নদীর পানি বাড়তে থাকায় নোয়াখালীতে বন্যার আশঙ্কা দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ আখুন্দজাদা ও হাক্কানির বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা