29 C
আবহাওয়া
১০:০০ অপরাহ্ণ - আগস্ট ২, ২০২৫
Bnanews24.com
Home » রাঙামাটিতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে আলোচনা সভা 

রাঙামাটিতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে আলোচনা সভা 

রাঙামাটিতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে আলোচনা সভা 

বিএনএ, রাঙামাটি : রাঙামাটিতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। ‘তথ্যপ্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক’ এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার(২৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সনাক-টিআইবি ও ব্র‍্যাকের সহযোগিতায় উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

আলোচনা সভায় বক্তারা বলেন, তথ্য পাওয়া ও জানা মানুষের অধিকার। উন্মুক্ত তথ্যই দুর্নীতি রোধ করে, জবাবদিহিতা নিশ্চিত করতে পারে। উক্ত আইনটি তথ্য প্রাপ্তিতে জনগণকে সহযোগিতা করতেছে। তথ্য কমিশনের পাশাপাশি দেশের সরকারি-রেসরকারি সংস্থা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, নাগরিক সমাজ, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ দেশের সর্বস্তরের জনগণের অংশগ্রহণে তথ্য অধিকার আইন পরিপূর্ণতা পেতে পারে।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক হোসনেয়ারা বেগম, সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার, জেলা স্কাউট কর্মকর্তা নুরুল আফসার, সাইনিং হিলের চেয়ারম্যান মোহাম্মদ আলী, জেলা ব্র‍্যাক কর্মকর্তা হাবিবুর রহমান প্রমুখ।

বিএনএ/ মোহাম্মদ কাইমুল,ওজি

Loading


শিরোনাম বিএনএ