29 C
আবহাওয়া
৯:৪২ পূর্বাহ্ণ - জুন ১৭, ২০২৪
Bnanews24.com
Home » বুবলীর সন্তানের বাবা কে?

বুবলীর সন্তানের বাবা কে?

বুবলি

বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা শবনম বুবলী মা হয়েছেন- এ গুঞ্জন বেশ পুরোনো। ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে বুবলী যখন আড়ালে যায় তখনই এ গুঞ্জন উঠে। দুই বছরের মাথায় এসে সেই গুঞ্জনের সত্যতা যেনো বুবলী নিজেই সামনে আনলেন। মঙ্গলবার ফেসবুকে আমেরিকায় থাকার সময়ের দুটি ছবি প্রকাশ করেন শবনম বুবলী। সেই ছবি নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা, বলছেন স্পষ্টই দেখা যাচ্ছে নায়িকার বেবি বাম্প, তাহলে কি মা হয়েছেন বুবলী? এই সন্তানের বাবাকে এই নিয়ে জল্পনা-কল্পনা চলছে নেট দুনিয়ায়।

এই প্রশ্নের উত্তর বুবলীর মুখ থেকে জানা না গেলেও নায়িকার ছবির ক্যাপশনে পাওয়া যায় উত্তর ইঙ্গিত। লিখেছেন ‘মি উয়িথ মাই লাইফ।’ এরপর অনেকগুলো ভালোবাসার ইমোজি। তার ওপরে হ্যাশট্যাগে লেখা ‘থ্রোব্যাক আমেরিকা।’

বুবলী যখন শাকিব খানের সঙ্গে ‘বীর’ সিনেমার শুটিং করেন তখন ঢালিউড উত্তাল ছিল বুবলীর মা হতে যাচ্ছেন এমন গুঞ্জনে।

শাকিব খান যখন পুত্রের জন্মদিনে ভালোবাসা প্রকাশ করলেন, সেদিনই বুবলী ‘মাই লাইফ’-এর প্রতি ভালোবাসা প্রকাশ করলেন। যদিও এই রহস্যাবৃত ছবি আর ক্যাপশন-ঘরে শবনম বুবলীর মন্তব্য মেলেনি।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ