24 C
আবহাওয়া
১:৫৬ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » নিরাপত্তা দিলে বিমানবন্দরে সহায়তা দেবে তুরস্ক

নিরাপত্তা দিলে বিমানবন্দরে সহায়তা দেবে তুরস্ক

নিরাপত্তা দিলে বিমানবন্দরে সহায়তা দেবে তুরস্ক

বিএনএ বিশ্বডেস্ক :  তালেবান যদি তুর্কি সেনাদের নিরাপত্তা দিতে রাজি হয়, তাহলেই কেবল কাবুল বিমানবন্দরের সহায়তা দেবে তুরস্ক। অন্যথায় তালেবানের প্রস্তাবে আঙ্কারা সম্মত হবে না।  বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা জানিয়েছেন তুরস্ক কর্তৃপক্ষ।

তারা জানায়,  সম্প্রতি নির্ধারিত সময়সীমার (৩১ আগস্ট) মধ্যে বিদেশি বাহিনী চলে যাওয়ার পর কাবুল বিমানবন্দর পরিচালনা করতে তুরস্কের কাছে প্রযুক্তিগত সহায়তা চেয়েছে তালেবান। কাবুল বিমানবন্দরে ভয়াবহ হামলার পর এর নিরাপত্তায় তালেবানের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। তুরস্কের প্রযুক্তি দিয়ে বিমানবন্দরটি পরিচালনা করা যাবে। কিন্তু আমাদের দাবি হচ্ছে, তুর্কি কর্মকর্তাদের নিরাপত্তা আগে নিশ্চিত করতে হবে।

সামরিক জোট ন্যাটোর সদস্য তুরস্ক। সেটির অধীনে গত ২০ বছর ধরে আফগানিস্তানে ছিলেন দেশটির সেনাসদস্যরা। এখন অন্যান্য বিদেশি বাহিনীর সঙ্গে তারাও আফগান মাটি ছেড়ে চলে যাচ্ছেন।

বিএনএনিউজ২৪ডটকম/ওজি

Loading


শিরোনাম বিএনএ