18 C
আবহাওয়া
১১:৫৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » পিকআপভ্যানের ধাক্কায় দুই বছরের শিশুর মৃত্যু

পিকআপভ্যানের ধাক্কায় দুই বছরের শিশুর মৃত্যু

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় গৃহকর্মীসহ নিহত ২

বিএনএ, ঢাকা : রাজধানীর মিরপুরে পল্লবী আদর্শনগরে বাসার সামনে খেলা করার সময় পিকআপভ্যানের ধাক্কায় সায়েম হোসেন(২) নামে এক শিশু মারা গেছে।শনিবার(২৮ আগস্ট) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের বাবা মো. হীরা জানান, আমি রিকশাচালক। স্ত্রী রোজিনা আক্তার ও দুই সন্তান নিয়ে মিরপুর-১১ নম্বর সেকশনের ১৩ নম্বর রোডের আদর্শনগরে বসবাস করি। তাদের বড় ছেলের নাম সিয়াম (৮)। সকালে বাসার সামনের গলির মুখের সড়কে খেলাধোলা করছিল। এ সময় আগে থেকে একটি পিকআপভ্যান ওইখানে থামানো ছিল। হঠাৎ গাড়িটি চলতে শুরু করলে তখন ধাক্কা লাগে সায়েমের।এতে সায়েম গুরুতর আহত হয়। পরে আহতাবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ২৪ডটকম/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ