22 C
আবহাওয়া
২:১২ পূর্বাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » কাবুলের রিপোর্টার ও ক্যামেরাপারসনরা খুব বিপদে

কাবুলের রিপোর্টার ও ক্যামেরাপারসনরা খুব বিপদে

কাবুলের রিপোর্টার ও ক্যামেরাপারসনরা খুব বিপদে

বিএনএ, বিশ্ব ডেস্ক : কাবুলের রিপোর্টার ও ক্যামেরাপরসনরা খুব বিপদে রয়েছেন। কোন ঘটনা কাভার করতে গেলে প্রতি পদে পদে তাদের তালেবান যোদ্ধাদের জেরা ও হয়রানির শিকার হতে হচ্ছে। তালেবানরা কাবুল দখল করার আগে সাংবাদিকদের কোন সমস্যা হবে না জানালেও বর্তমান প্রেক্ষাপট ভিন্ন।

শনিবার(২৮আগস্ট) খামা প্রেস এর এক প্রতিবেদনে বলা হয়, তাদের কোন ঘটনায় যেতে দেয়া হচ্ছে না। প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলতেও বাধা দেয়া হচ্ছে। কোন কোন ক্ষেত্রে তালেবান সদস্যরা ক্যামেরা ও যন্ত্রপাতি কেড়ে নিচ্ছে।  স্থানীয় পত্রিকা ও টিভি চ্যানেলের সাংবাদিকরা এমন অভিযোগ করছেন।

Afghanistan Islamic Emirate এর তথ্য ও সংস্কৃতি মন্ত্রাণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রীর  সেক্রেটারি বিলাল করিমি বলেন, কাবুলের রিপোর্টার ও ক্যামেরাপরসন তথা সাংবাদিকদের জন্য তালেবানদের পক্ষ থেকে কোন রকম বিধি নিষেধ নেই। প্রয়োজনে তাদেরকে কাজ করার জন্য অনুমতিপত্র প্রদান করা হচ্ছে।

বিএনএনিউজ২৪, এসিজিএন

Loading


শিরোনাম বিএনএ