20 C
আবহাওয়া
১২:২৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home »  আরও হামলা চালাবে ন্যাটো-যুক্তরাষ্ট্রের সেনারা

 আরও হামলা চালাবে ন্যাটো-যুক্তরাষ্ট্রের সেনারা

আরও হামলা চালাবে ন্যাটো-যুক্তরাষ্ট্রের সেনারা

বিএনএ বিশ্বডেস্ক : আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে হামলার শঙ্কার পরিপ্রেক্ষিতে আরও হামলা চালাবে বলে জানায় ন্যাটো-যুক্তরাষ্ট্রের সেনারা।  এর আগে কাবুলে বিমানবন্দরে বোমা হামলার পরিকল্পনাকারী ইসলামিক স্টেটের (আইএস) এক সদস্যকে ড্রোন হামলা করে হত্যা করে তারা।

হোয়াইট হাউজ জানিয়েছে, পরবর্তী কয়েক দিন খুবই বিপজ্জনক।  বিশেষ করে তথ্য প্রযুক্তির বাস্তবতার নিরিখে তা আরও বিশ্লেষণ করে দেখা হচ্ছে।

                          আফগানিস্তান-তালেবানের খবর

আল জাজিরার খবরে বলা হয়, বৃহস্পতিবার হামিদ কারজাই বিমানবন্দরে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৭৫ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে যুক্তরাষ্ট্রের সেনা সদস্য রয়েছেন ১৩ জন। কাবুলে আইএসের খোরাসান শাখার হামলার দায় স্বীকারের পর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

হামলার পর  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট শুক্রবার কাবুলের বিমানবন্দরে হামলাকারীদের হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, বৃহস্পতিবারের হামলার ঘটনায় জড়িতদের খুঁজে বের করা হবে।

বিএনএনিউজ২৪.কম/ ওজি

 

 

Loading


শিরোনাম বিএনএ