28 C
আবহাওয়া
৭:৫৩ অপরাহ্ণ - জুলাই ২৮, ২০২৫
Bnanews24.com
Home » মুষলধারে বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম

মুষলধারে বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম


বিএনএ, চট্টগ্রাম : রোববার  থেকে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রামের নিচু এলাকা। সোমবার সকাল থেকে মুষলধারে বৃষ্টি। এতে দুর্ভোগে পড়েছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অভিভাবক, চাকরিজীবী, নানা শ্রেণি-পেশার মানুষ।

নগরীর  চকবাজার, ষোলশহর, ২ নম্বর গেট, মুরাদপুর, শুলকবহর, কাপাসগোলা, কাতালগঞ্জ, ডিসি সড়ক, পাঠানটুলী, কালা মিয়া বাজার, বাকলিয়া, ছোটপুল, বড়পোল, আগ্রাবাদ বেপারি পাড়া, মহুরিপাড়া, সিডিএ আবাসিক, আতুরার ডিপো, চকবাজারসহ এলাকায় পানি জমে যায়। বিভিন্ন এলাকায় কোথাও কোমর সমান, কোথাও হাঁটু পর্যন্ত পানি উঠেছে।

সোমবার (২৮ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় পতেঙ্গা আবহাওয়া অফিস ২৮ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে।

চলতি বর্ষা মৌসুমে প্রথম ভয়াবহ জলাবদ্ধতা হলো চট্টগ্রামে। মূলত নদীতে জোয়ারের সময় অতিভারী বৃষ্টি হলে পানি নামতে পারে না। তখন জলাবদ্ধতা দেখা দেয়।

স্থানীয়রা জানান, বিভিন্ন এলাকার খালে কাজ চলমান থাকায় নালার পানি চলাচল বন্ধ রয়েছে। বৃষ্টি ছাড়াও অনেক অলিগলিতে পানি জমে আছে। এতে দুর্ভোগে পড়েছে  লোকজন ।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ