23 C
আবহাওয়া
৬:৩১ অপরাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » ফতুল্লায় ট্রাকচাপায় স্বামী-স্ত্রী হতাহত

ফতুল্লায় ট্রাকচাপায় স্বামী-স্ত্রী হতাহত


বিএনএ, ঢাকা:  নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রাকচাপায় ভ্যানযাত্রী সানজু আক্তার (৩২) নামের স্ত্রী নিহত ও তার স্বামী মোহাম্মদ রনি আহত হয়েছেন। বুধবার(২৮জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে পাগলা বাসষ্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের স্বামী রনি জানান, আমার স্ত্রীকে নিয়ে বিকেল সাড়ে ৪টার দিকে একটি ভ্যানে করে পাগলায় বাড়িতে যাচ্ছিলাম। হঠাৎ পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে আমার স্ত্রী ভ্যান থেকে ছিটকে ওই ট্রাকের নিচে পড়ে গুরুতর আহত হয়। ওই ঘটনায় আমিও আহত হই। পরে স্হানীয় লোকজন উদ্ধার করে প্রথমে স্হানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। তার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমি সামান্য আহত হয়েছি। আমাকে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ফতুল্লায় ট্রাকচাপায় নিহত নারীর মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ২৪, আহা, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ