18 C
আবহাওয়া
২:২৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » বিধিনিষেধ না মানায় বুধবার রাজধানীতে গ্রেফতার ৫৬২

বিধিনিষেধ না মানায় বুধবার রাজধানীতে গ্রেফতার ৫৬২

লকডাউন

বিএনএ, ঢাকা : লকডাউনের সপ্তম দিনে বিধিনিষেধ অমান্য করায় রাজধানীতে ৫৬২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভ্রাম্যমাণ আদালতে ২০৮ জনকে ১ লাখ ৬১ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ট্রাফিক বিভাগ ৪৮৯ গাড়ির বিপরীতে ১১ লাখ ৩৩ হাজার টাকা জরিমানা করেছে। ডিএমপির মিডিয়া শাখার অতিরিক্ত উপ-কমিশনার ইফতেখারুল ইসলাম একথা জানান।

ইফতেখারুল ইসলাম বলেন, বুধবার (২৮ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই গ্রেফতার ও জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে জরিমানার হার বাড়ানো হয়েছে। যাতে এটা দেখে অন্যরা কোনো ঠুনকো কারণে ঘরের বাইরে বের না হয়।

এর আগে মঙ্গলবার বিধিনিষেধ অমান্য করায় রাজধানীতে ৫৫৫ জনকে গ্রেফতার করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৩৬ জনকে চার লাখ ৮৩ হাজার ৯৭৫ টাকা জরিমানা করা হয়। সোমবার ৫৬৬ জনকে গ্রেফতার করা হয় এবং ১৬৪ জনকে এক লাখ ২৬ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ