বিএনএ, সাভার প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে জুয়ার আসর হতে ৬জুয়াড়ি কে গ্রেপ্তার করেছে ধামরাই থানাধীন কাওয়ালিপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১সেট প্লেইং কার্ড ও জুয়া খেলার ৮৪২০ (আট হাজার চারশত বিশ) টাকা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৭জুলাই) রাত নয়টার দিকে ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের চৌহাট মধ্যপাড়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, চোহাট গ্রামের মৃত নাজিমুদ্দিনের ছেলে হুমায়ুন কবির (৩০), চৌহাট চরপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে শিবলু আহমেদ (৩০), চৌহাট গ্রামের মৃত খালেক মিয়ার ছেলে তোফাজ্জল হোসেন (৩২), চৌহাট গ্রামের মৃত তারা মোল্লার ছেলে শামীম মোল্লা (৩৫), বাঙ্গলা গ্রামের মৃত দুলু মিয়ার ছেলে আবুল হাসান (৩২), উভয় ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের বাসিন্দা।টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার চরবিলশা গ্রামের মৃত কুদ্দুসের ছেলে রাকিব হাসান (৪০)।
কাওয়ালিপাড়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মোঃ মশিউর রহমান বলেন, চৌহাট মধ্যপাড়া এলাকায় মোকসেদ আলীর খাবারের ঘরে কিছু অসাধু ব্যক্তি অবৈধ জুয়া খেলার আয়োজন করে। যুব সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে জুয়ার আসর হতে এক সেট প্লেইং কার্ড (তাস) ও জুয়া খেলার ৮৪২০ (আট হাজার চারশত বিশ) টাকাসহ ৬জুয়াডরীকে আটক করি।
এব্যপারে কাওয়ালিপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ রাসেল মোল্লা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ৬জুয়াড়ীকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা উক্ত অভিযোগের সত্যতা স্বীকার করেছে। এ বিষয়ে তাদের বিরুদ্ধে নিয়মিত জুয়া আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন। জুয়া বিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বিএনএনিউজ, ইমরান খান,এসজিএন