বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় জি এম ইলিয়াস (৬০) নামের জামায়াত ইসলামীর এক নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ জুন) আমান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করেছেন পাইন্দং ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ এমদাদুল ইসলাম।
নিহত জি এম ইলিয়াস ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বেড়াজালী গ্রামের বাসিন্দা। তিনি মৃত এম নেছারুল হক তালুকদারের ছেলে এবং সুয়াবিল ইউনিয়ন জামায়াতে ইসলামের সভাপতি ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জি এম ইলিয়াস ফটিকছড়িতে জামায়াতের একটি অনুষ্ঠান শেষ করে মোটরসাইকেলযোগে চট্টগ্রাম নগরে যাচ্ছিলেন। পথে আমান বাজার এলাকায় পৌঁছালে দুর্ঘটনায় গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত একটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিএনএ/ ওজি/শাম্মী