17 C
আবহাওয়া
৭:০২ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » ফেনীতে ঈদ উপহার পেল পত্রিকা বিপণনকর্মীরা

ফেনীতে ঈদ উপহার পেল পত্রিকা বিপণনকর্মীরা


বিএনএ, ফেনী : পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ফেনীতে কর্মরত পত্রিকা বিপণন কর্মীদের ঈদ উপহার প্রদান করা হয়েছে। বুধবার (২৮ জুন) বিকাল ৪টায় শহরের ডা. সাজ্জাদ হোসেন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে নিজ উদ্যোগে পত্রিকা বিপণন কর্মীদের হাতে উপহার সামগ্রী তুলে দেন ফেনী জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মজুমদার।

সভায় এটিএন নিউজের ফেনী প্রতিনিধি দিদারুল আলমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জ্যেষ্ঠ সাংবাদিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবু তাহের। এসময় উপস্থিত ছিলেন ফেনী জেলা বিপণন কর্মী সমিতির সভাপতি সাংবাদিক আবু তাহের ভূঞাঁ, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস)- এর ফেনী সংবাদদাতা আরিফ রিজভী, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আলী হায়দার মানিক, বাংলাদেশ ইয়ুথ জার্নালিস্ট ফোরাম ফেনীর সভাপতি শাহজালাল ভূঞা, যমুনা টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক আরিফুর রহমান, মানবজমিন ফেনী প্রতিনিধি নাজমুল হক শামীম, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, ভাটিয়াল সম্পাদক আলমগীর মাসুদ, গ্লোবাল টিভি ফেনী প্রতিনিধি রফিকুল ইসলাম, চিত্র সাংবাদিক দুলাল তালুকদার, মিরাজুল মামুন, মোজাম্মেল হক লিংকনসহ পত্রিকা বিপণনকর্মীরা ।

উপহার হিসেবে প্রত্যেককে বিভিন্ন প্রকার মসলা ও খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।

বিএনএ/ এবিএম নিজাম উদ্দিন,ওজি

Loading


শিরোনাম বিএনএ