28 C
আবহাওয়া
১০:৪৭ পূর্বাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » রাবি ক্যাম্পাসে আসতে শুরু করেছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা

রাবি ক্যাম্পাসে আসতে শুরু করেছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা


বিএনএ, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আগামীকাল রোববার (২৯ মে) ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। ফলে একদিন আগে থেকেই ক্যাম্পাসে আসতে শুরু করেছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

রোববার (২৮ মে) সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। তাদের একাংশই বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে অবস্থান নিতে দেখা যায়।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে, অনেকেই যথাসময়ে বাস-ট্রেনের টিকিট না পেয়ে ভর্তি পরীক্ষায় আগেই ক্যাম্পাসে আসতে হয়েছে।

পরীক্ষা ২৯মে (সোমবার) অনুষ্ঠিত হলেও ভর্তি পরীক্ষার তিনদিন আগে ২৭ মে রাতে নেত্রকোনা জেলা থেকে রাজশাহীতে এসেছেন রাজন আকন্দ নামের এক শিক্ষার্থী।
তিনি বলেন, আমরা দুই বন্ধু একসাথে ভর্তি পরীক্ষা দিতে আসছি। ভর্তি পরীক্ষার আগের দিনের টিকিট পাইনি কারণ সব টিকিট ইতোমধ্যে বুক হয়ে গেছে। ফলে আমরা ঢাকা হয়ে তিনদিন আগেই ক্যাম্পাসে চলে আসছি। এখানে এলাকার এক বড় ভাইয়ের কাছে শহীদ জিয়াউর রহমান হলে থাকবো বলে জানান তিনি।

তিনদিন আগেই ভর্তি পরীক্ষা দিতে গতকাল রাতে রাবি ক্যাম্পাসে আসছেন মিনহাজুর রহমান মিঠু। তিনি জানান, “আমার পরীক্ষা ৩০ তারিখ দুপুরে। ভর্তি পরীক্ষার আগের রাতে আসার কথা ছিলো কিন্তু বাস-ট্রেনের টিকিট পাচ্ছিলাম না। তাই ভর্তি পরীক্ষার তিনদিন আগেই আসতে হয়েছে।”

প্রসঙ্গত, আগামী ২৯ মে ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা৷ ‘এ’ ইউনিটের পরীক্ষা হবে ৩০ মে এবং ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩১ মে। ভর্তি পরীক্ষায় ৩৯৩০টি আসনের বিপরীতে এবার তিন ইউনিট মিলিয়ে কোটাসহ চূড়ান্ত আবেদন জমা পড়েছে মোট এক লাখ ৭৮ হাজার ৫৭৪টি। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৭২ হাজার ৫০টি, ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৬৭৪টি এবং ‘সি’ ইউনিটে চূড়ান্ত আবেদন জমা পড়েছে ৭৫ হাজার ৮৫০টি। এ হিসাব অনুযায়ী ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়াই করবে ৪৫ জন ভর্তিচ্ছু।

বিএনএ/সাকিব,ওজি

Loading


শিরোনাম বিএনএ