19 C
আবহাওয়া
৮:৪৫ অপরাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

কারাগার

মেডিকেল প্রতিবেদক: ঢাকা কেন্দ্রীয় (কেরানীগঞ্জ) কারাগারে মো. আতিকুর রহমান (৪২) নামে এক হাজতি অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

রোববার (২৮ মে) ভোরে কারাগারে অসুস্থ হয়ে পড়েন আতিকুর রহমান। পরে কারারক্ষীরা তাকে কারা হাসপাতালে নেন। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে দায়িত্বরত চিকিৎসক ওই হাজতিকে মৃত ঘোষণা করেন।

কারারক্ষী মো. শাকিল জানান, আতিকুর রহমান কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন। তার বাবার নাম সামাদ মোল্লা। এর বেশি কিছু জানাতে পারেননি শাকিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ/ আহা/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ