30 C
আবহাওয়া
৯:৩৮ অপরাহ্ণ - এপ্রিল ১৫, ২০২৫
Bnanews24.com
Home » বকশীগঞ্জে চার প্রতিষ্ঠানে সিলগালা, ১ জনের কারাদণ্ড

বকশীগঞ্জে চার প্রতিষ্ঠানে সিলগালা, ১ জনের কারাদণ্ড

বকশীগঞ্জে চার প্রতিষ্ঠানে সিলগালা, ১ জনের কারাদণ্ড

বিএনএ,জামালপুর ।।জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে গড়ে উঠা অনিবন্ধিত প্রাইভেট ক্লিনিক ও ডায়াাগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা স্বাস্থ্য বিভাগ, পুলিশ ও র‌্যাব নিয়ে গঠিত টাস্কফোর্স ওই অভিযান চালায়। অভিযানে অনিবন্ধিত ৪টি প্রতিষ্ঠান সিলগালা ও বিভিন্ন অংকের আর্থিক জরিমানাসহ একজনকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

শনিবার (২৮ মে) সন্ধ্যা পর্যন্ত বকশীগঞ্জ উপজেলার পৌর শহরসহ বিভিন্ন এলাকায় ওই অভিযান পরিচালিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন জাহান লিজার নেতৃত্বে অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আজিজুল হক, র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার আশিকুর রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নিবন্ধন না থাকায় ভ্রাম্যমান আদালত ফরিদ ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ৩৫ হাজার টাকা, ডাঃ এফ রহমান হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের মালিককে ৫০ হাজার টাকা, মর্ডান ডায়াগনষ্টিক সেন্টারের মালিককে ২০ হাজার টাকা, মালিবাগ ডায়াগনষ্টিক সেন্টারকে ২০ হাজার টাকা, আশ্রাব উদ্দিন হাসপাতালের মালিককে ৬ হাজার টাকা ও হাবীব মেডিকেল হল মালিককে ৬ হাজার টাকা জরিমানা করে ।

এছাড়াও ফাহিম মেডিকেল হলে মেয়াদোত্তীর্ণ ওষুধ থাকায় মালিক ফরিদ উদ্দিনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন জাহান লিজা জানান,স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারিকৃত পরিপত্রের আলোকে যৌথ অভিযান পরিচালনা করা হয়। কোন বৈধ কাগপত্র না থাকায় ৪টি ক্লিনিককে জরিমানা ও সিলগালা করা হয়েছে। অনিবন্ধিত হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনোষ্টিক সেন্টার সমূহের বিরুদ্ধে এ কার্যক্রম চলমান থাকবে।

বিএনএ/ এম শাহীন আল আমীন, ওজি

Loading


শিরোনাম বিএনএ
মিয়ানমার থেকে ফিরলেন ২০ বাংলাদেশি নাগরিক, স্বজনদের জিম্মায় আনুষ্ঠানিক হস্তান্তর বোয়িং থেকে উড়োজাহাজ কেনা বন্ধের নির্দেশ চীনের আমি শিষ্টাচারবহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না: হাসনাত কর্ণফুলীর আ.লীগ নেতা মো.আলীকে হত্যা মামলায় ঘোড়া মালেককে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ডিপ্লোমা কোটা বাতিলের দাবিতে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ পটিয়ায় নিখোঁজের দুইদিন পর কৃষকের মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে চলছে ঐতিহ্যবাহী বউ মেলা চট্টগ্রামে গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ৩, মোটরসাইকেল জব্দ ভারতের উত্তরাখণ্ডে ১৭০ মাদ্রাসা বন্ধে আলেম সমাজের নিন্দা বির্জাখাল খনন নিয়ে মেয়রের সঙ্গে নগর জামায়াতের আমির বৈঠক