28 C
আবহাওয়া
৫:৩৯ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » ৫ ঘণ্টা পর কালুরঘাট সেতুতে যানচলাচল স্বাভাবিক হলো 

৫ ঘণ্টা পর কালুরঘাট সেতুতে যানচলাচল স্বাভাবিক হলো 


বিএনএ, চট্টগ্রাম : প্রায় পাঁচ ঘন্টা পর কালুরঘাট সেতুতে যান চলাচল স্বাভাবিক হলো। এর আগে শুক্রবার রাত নয়টার দিকে কালুরঘাট সেতুতে ফার্নেস তেলবাহী ট্রেনের একটি গার্ড ব্রেক লাইনচ্যুত হয়ে সেতুতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এতে সেতু পারাপারকারী জনসাধারণ দুর্ভোগে পড়েন। দূর্ঘটনা কবলিত বগিটি সেতুতে রেখে ইঞ্জিনসহ অন্যান্য বগিগুলো সরিয়ে নেওয়া হয় প্রথম ধাপে। পরে ইঞ্জিন সরিয়ে নেয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শী সাংবাদিক দেবাশীষ বড়ুয়া রাজু জানান, নগরমুখী ওয়াগণ ট্রেনের শেষ বগিটি সেতু ঠিক মাঝখানে লাইনচ্যুত হয়েছে। ফলে সেতুতে যান চলাচল বন্ধ থাকে।

এ ঘটনায় অনেকে নদী দিয়ে নৌকা ও সেতু হেঁটে পারাপার করছেন বলে জানিয়েছেন নগরগামী বোয়ালখালীর বাসিন্দা শ্রীচরণ বিশ্বাস।

চট্টগ্রাম-দোহাজারী এ রুটে দোহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্ট বিদ্যুৎ কেন্দ্রের ফার্নেস তেলবাহী ওয়াগন ট্রেন চলাচল করে। সেটি দোহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্টের জন্য ফার্নেস তেল নিয়ে যায় এবং নগরে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

এর আগে গত ২৬ মে বৃহস্পতিবার রাত ১০টা থেকে ২৭ মে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত সেতু বন্ধ রেখে সেতুটি সংস্কার করে রেলওয়ে কর্তৃপক্ষ। শুক্রবার বিকেল ৫টায় রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড.মো.হুমায়ুন কবীর সেতুটি পরিদর্শন করেন।

বিএনএনিউজ/ বাবর মুনাফ/ এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ