বিএনএ, বিশ্বডেস্ক : শীঘ্রই ভারতের বাজারে পাওয়া যাবে রাশিয়ার তৈরি করোনার টিকা স্পুটনিক লাইট । ভারতে এই প্রথম সিঙ্গল ডোজের করোনার টিকা আসতে চলেছে।। বাজারে এই টিকা দ্রুত আনতে প্রয়োজনীয় সরকারি সব রকম অনমুতি দিতে বিন্দুমাত্র যাতে দেরি না হয় সে ব্যাপারেও জোরদার তৎপরতা নিচ্ছে কেন্দ্রীয় সরকার। সব কিছু ঠিকঠাক চললে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ভারতের বাজারে মিলবে রাশিয়ার তৈরি এই সিঙ্গল ডোজের করোনা টিকা।
ভারতে রাশিয়ার করোনা ভ্যাকসিন স্পুটনিক লাইট দেওয়া চালু হয়ে গেলে গণটিকাকরণ (Mass Vaccination) অভিযানে দারুণ গতি আসবে বলে মনে করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্তাব্যক্তিরা। এই টিকার সিঙ্গল ডোজ। অর্থাৎ একবার এই টিকা নিলেই চলবে। দ্রুত এই চিকা ভারতের বাজারে এসে গেলে এক ধাক্কায় টিকাগ্রহীতার সংখ্যা দেশে অনেকটা বেড়ে যাবে।
জানা গেছে, জুন মাসে রুশ টিকার ১ কোটি ডোজ পাবে ভারত। পর্যায় ক্রমে আরও টিকা আনা হবে। এরই পাশাপাশি দেশেও এই টিকা তৈরি করবে একটি সংস্থা।
বিএনএ/ ওজি