বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম শহরে সিটি করপোরেশন (চসিক) ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) মাধ্যমে বাস্তবায়নাধীন হাজার হাজার কোটি টাকার জলাবদ্ধতা নিরসন প্রকল্পে অনিয়ম পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২৭ এপ্রিল) দুপুরে দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর একটি টিম এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করতে গিয়ে এই অনিয়ম খুঁজে পান।
প্রকল্পের ডিপিপিতে উল্লিখিত প্রস্তাবিত রেলিংয়ের দৈর্ঘ্যের সঙ্গে অভিযানে পরিদর্শনকালে প্রাপ্ত দৈর্ঘ্যের মিল পাওয়া যায়নি বলে জানিয়েছে টিমের সদস্যরা।
দুদক সূত্রে জানা গেছে, চসিক ও সিডিএ কর্তৃক নগরীতে নালা ও খাল যথাযথভাবে রক্ষণাবেক্ষণ না করে জনদুর্ভোগ সৃষ্টি করা হচ্ছে বলে একটি অভিযোগের প্রেক্ষিতে দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ থেকে এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানে অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে প্রকল্পে নিয়োজিত কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং প্রকল্প সংশ্লিষ্ট আংশিক রেকর্ডপত্র সংগ্রহ করা হয়।
এনফোর্সমেন্ট টিম নগরীর জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন সংশ্লিষ্ট চলমান কাজ সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রকল্পের ডিপিপিতে উল্লিখিত প্রস্তাবিত রেলিংয়ের দৈর্ঘ্যের সঙ্গে সরেজমিনে প্রাপ্ত দৈর্ঘ্যের মিল পাওয়া যায়নি। পাশাপাশি আরও কিছু অনিয়ম পান দুদকের কর্মকর্তারা।
দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ-পরিচালক সুবেল আহমেদ অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, সিটি করপোরেশন ও সিডিএ কর্তৃক বাস্তবায়নাধীন জলাবদ্ধতা নিরসন প্রকল্পে নালা ও খাল যথাযথভাবে রক্ষণাবেক্ষণ না করার বিষয়ে পাওয়া একটি অভিযোগের প্রেক্ষিতে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কিছু অনিয়ম পাওয়া গেছে। কিছু ক্ষেত্রে ডিপিপি অনুযায়ী কাজের সঠিক মাপ পাওয়া যায়নি। অভিযানের সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিছু ডকুমেন্ট সংগ্রহ করা হয়েছে। প্রয়োজনীয় আরও ডকুমেন্ট সংগ্রহ করে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হবে।
বিএনএনিউজ/ নাবিদ