28 C
আবহাওয়া
৪:৫২ অপরাহ্ণ - এপ্রিল ২৮, ২০২৫
Bnanews24.com
Home » ইরানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৪০

ইরানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৪০


বিএনএ, বিশ্বডেস্ক : ইরানের বৃহত্তম বাণিজ্যিক বন্দরে শনিবার ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৪০ জনে। এ ছাড়া আহত হয়েছে ১২০০ জনেরও বেশি মানুষ । দেশটির দক্ষিণাঞ্চলের শহীদ রাজাই বন্দরে শনিবার বিস্ফোরণটি হয়, যা হরমুজ প্রণালির কাছে অবস্থিত। এ প্রণালি দিয়ে বিশ্বের মোট তেলের এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বিস্ফোরণের ঘটনা তদন্তের আহ্বান জানিয়েছেন।

রোববার  এক বিবৃতিতে খামেনি ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ বলে বর্ণনা করেছেন। তিনি নিরাপত্তা ও বিচার বিভাগীয় কর্তৃপক্ষকে বিষয়টি সুষ্ঠুভাবে তদন্তের নির্দেশ দেন।

বন্দরের কাস্টমস অফিস রাষ্ট্রীয় টিভিতে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, বিস্ফোরণ সম্ভবত বিপজ্জনক ও রাসায়নিক পদার্থ সংরক্ষণাগারে আগুন লাগার পর ঘটেছে। কয়েকটি কনটেইনার বিস্ফোরিত হয়েছে বলে একজন আঞ্চলিক জরুরি কর্মকর্তা জানিয়েছেন।

বিএনএ/ ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ